শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / গুরুদাসপুরে কথিত চিকিৎসকের প্রতিষ্ঠান সিলগালা

গুরুদাসপুরে কথিত চিকিৎসকের প্রতিষ্ঠান সিলগালা

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে এসএসসি পাশ করে ১৫ দিনের প্রশিক্ষন নিয়ে মা ও শিশু বিশেষজ্ঞ হওয়া চিকিৎসক নাজমুল হাসানের প্রতিষ্ঠান সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। গত রোববার ১৮ (সেপ্টেম্বর) বিকেলে ওই চিকিৎসকের সরকার ফার্মেসী ও ফার্মেসীর মধ্যে ওই চিকিৎসকের ব্যক্তিগত চেম্বার সিলগালা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান শাকিল।

মেহেদী হাসান শাকিল জানান, এসএসসি পাশ করে ১৫ দিনের প্রশিক্ষন নিয়ে দীর্ঘদিন যাবৎ উপজেলার পৌরসদরের চাঁচকৈড় বাজারে মা ও শিশুসহ গুরুত্বপূর্ণ রোগের চিকিৎসা দিয়ে আসছিলেন নাজমুল হাসান। এমন সংবাদের ভিত্তিতে উদ্বর্ধতন কর্তপক্ষের সাথে আলোচনা করে ওই প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

ভ্রাম্যমান আদালতের অভিযানের খবর পেয়ে ওই চিকিৎসক আগেই পালিয়ে যান। এসময় অভিযানে সহযোগিতা করেছে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সদস্য ও গুরুদাসপুর থানা পুলিশ সদস্যরা।

আরও দেখুন

নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …