নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে বর্ণাঢ্য আয়োজন র্যালী ও কেক কাটার মধ্যে দিয়ে এশিয়ান টেলিভিশনের ১০ম বর্ষপূর্তি পালিত হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারী) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর হতে এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান তানিমের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী বের হয়ে মেইন মেইন সড়ক প্রদক্ষিণ শেষে গুরুদাসপুর প্রেসক্লাব কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে ১০ম বর্ষপূর্তিতে গুরুদাসপুর প্রেসক্লাবের সভাপতি দিল মোহাম্মদের সভাপতিত্বে কেক কাটা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান শাকিল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, বীরমুক্তিযোদ্ধাগণ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক মাজেম আলী মলিন ও উপজেলার সকল গণমাধ্যমকর্মীবৃন্দ। এসময় বক্তারা এশিয়ানটিভির অবদান তুলে ধরে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন।
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …