শুক্রবার , জানুয়ারি ১০ ২০২৫
নীড় পাতা / অর্থনীতি / গুরুদাসপুরে এখনো ১০০ টাকা কেজি পেঁয়াজ

গুরুদাসপুরে এখনো ১০০ টাকা কেজি পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
নাটোরের গুরুদাসপুরে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না পেঁয়াজের বাজার। তৃতীয় দফায় আবারো নাগালের বাইরে চলে গেছে পিয়াজের দাম। ৯৫ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
চাঁচকৈড় বাজারের আরতদার শাহানুর হোসেন বলেন, গুরুদাসপুরে কোন মজুদদার নেই। দাম বেশি তাই বাজারে এর প্রভাব পড়েছে। পেঁয়াজের ঊর্ধ্বগতিতে বিপাকে খুচরা ব্যবসায়ীরা। তবে বাজারে পেঁয়াজ কিনতে আসা অনেকে বলেছেন, বাড়তি দামে পেঁয়াজ কিনতে গিয়ে তাদের মাথায় হাত। সপ্তাহ দুয়েক আগে প্রশাসনের নজরদারিতে পেঁয়াজের বাজার কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও এখন তাও নেই।
কাঁচা ব্যবসায়ী নাসিম শেখ জানান, মোকামে পিঁয়াজ নেই। এ অবস্থা চললে কয়েকদিনের মধ্যে পেঁয়াজের দাম আরো বেড়ে যাবে।
এ ব্যাপারে যোগাযোগ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন বলেন, বাজার পরিদর্শন করে ব্যবস্থা নেয়া হচ্ছে

আরও দেখুন

নাটোরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান পরিচালিত

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,নাটোর শহরের ফুটপাত দখল মুক্ত করার অভিযান পরিচালনা করা হয়েছে। আজ ৮ই জানুয়ারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *