বৃহস্পতিবার , এপ্রিল ২৪ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / গুরুদাসপুরে এক গৃহবধুকে গলা কেটে হত্যা

গুরুদাসপুরে এক গৃহবধুকে গলা কেটে হত্যা



নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে সেলিনা বেগম(৪২) নামে এক গৃহবধুকে তার শয়নকক্ষে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সন্ধ্যার দিকে উপজেলার উত্তর নারীবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সেলিনা বেগম একই এলাকার নজরুল ইসলামের স্ত্রী।

সেলিনা বেগমের মেয়ে ববি আক্তার জানান, তিনি তার মাকে বিকেল ৪ টার দিকে বাসায় রেখে দর্জি বাড়িতে যান। ঘন্টা খানেক পরে ফিরে এসে দেখেন তার মা ঘরের খাটের উপরে গলা কাটা অবস্থায় মরে পরে আছেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী ও মেয়ে বাইরে থাকার সুযোগে দুর্বৃত্তরা সেলিনা বেগমকে গলা কেটে হত্যা করেছে। হত্যাকান্ডের ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের হয়নি। তবে হত্যাকান্ডের রহস্য উদঘাটনে অভিযানে নেমেছে পুলিশ।

আরও দেখুন

বড়াইগ্রামে ৫নং মাঝঁগা ইউনিয়নে ২নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন সহযোগী সদস্য নিয়ে বিশাল সমাবেশ 

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৫ নং মাঝগাঁ ইউনিয়নের  (২ নং) ওয়ার্ডের আগ্রান -নুরদহ কর্তৃক …