নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা স্কুল এন্ড কলেজে বাংলাদেশ শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর অধীনে ২কোটি ৮৮লক্ষ টাকা ব্যায়ে একাডেমিক ৪তলা ভবনের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন,প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস।
আজ সকাল ১১টায় ঠিকাদারকারী প্রতিষ্ঠান মেসার্স পাভেল গøাস হাউস কন্স্টাকশনের মালিক মোঃ কালাম হোসেনের সভাপতিত্বে এই একাডেমিক ৪তলা ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি স্থানীয় সাংসদ বলেন, বর্তমান সরকার ছাত্র-ছাত্রীদের শিক্ষার গুনোগত মান বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ করে যাচ্ছেন। তাই প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় এই প্রতিষ্ঠানের ছেলেমেয়েদের লেখাপড়ার সুবিধার্থে এবং শিক্ষকদের মানসিকতা যেন ছাত্র-ছাত্রী মুখী হয় সেজন্য শেণীকক্ষগুলো সম্প্রসারণ করার লক্ষ্যে এই একাডেমিক চারতলা ভবনের নিমার্ণ কাজ চলছে। এসময় কাছিকাটা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান,নাটোর জেলার সহকারী প্রকৌশলী মোঃ ফারুক হোসাইন,শিক্ষকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।