বৃহস্পতিবার , এপ্রিল ১৭ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / গুরুদাসপুরে একটি পাটক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার

গুরুদাসপুরে একটি পাটক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার মশিন্দা ইউনিয়নের বিলাশপুর গ্রামের একটি পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের পড়নে বোরখা পড়া ছিল এবং পাশ থেকে একটি ভ্যানেটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও স্থানীয়রা জানায়, বিলাশপুর গ্রামের রাস্তার পাশের একটি পাট ক্ষেতের কিছু গাছ ভাঙ্গা দেখে এগিয়ে যায় তারা। পরে সেখানে একটি বোরখা পড়া নারীর মুখে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

প্রাথমিক সুরৎহাল প্রতিবেদনে নারীর নাকে ও মুখে রক্ত পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। এরপরও বিষয়টি নিয়ে তদন্ত চলছে। মরদেহটির পরিচয় শনাক্ত করতে আশেপাশের থানাতে বার্তা প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

সিংড়ায় মাদ্রাসার জায়গা নিয়ে দ্বন্দ্ব বিএনপি নেতার হয়রানিমূলক মামলা প্রত্যাহার দাবিতে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় মাদ্রাসার জায়গার দ্বন্দ্ব নিরসন ও গ্রামবাসীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে …