রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উন্নয়ন বার্তা / গুরুদাসপুরে উপজেলা অর্থায়নে বক্স কালভার্টের নিমার্ণ কাজ শুরু

গুরুদাসপুরে উপজেলা অর্থায়নে বক্স কালভার্টের নিমার্ণ কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরের হাটিকুমরুল মহাসড়কের ১০নম্বর ব্রিজের নিচে মশিন্দা ইউনিয়নের বিলবিয়াস সড়কে সামান্য বৃষ্টিতে জনদূভোর্গ নিরসনে বক্স কালভার্ট নিমার্ণ কাজ শুরু হয়েছে। আজ(২৭জুলাই) মঙ্গলবার সকাল থেকেই ওই বক্স কালভার্টের নিমার্ণ কাজ শুর হয়। উপজেলা পরিষদ উদ্যোগে নিজস্ব অর্থায়নে ওই বক্স কালভার্ট নিমার্ণ করা হচ্ছে বলে সত্যতা নিশ্চিত করেছেন পরিষদ। দুপুরে ওই নিমার্ণ কাজে পরিদর্শনে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ।

পরিদর্শনে গিয়ে উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, আমি বিলবিয়াসপুর গ্রামে গেলে সেই এলাকার জনসাধারন তাদের দীর্ঘদিনের এই সড়কের জনদূভোর্গের কথা জানান। আমি তাদের এই জনদূভোর্গ নিরসনে সাতদিনে প্রতিশ্রুতি দিয়ে আসি। সাতদিনের প্রতিশ্রুতি বাস্তবায়নে এই কাজ শুরু।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …