ফুটপাতে
নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ঈদ মানেই আনন্দ। এই আনন্দে রঙিন পোশাকে নিজেকে ও পরিবারকে সাজাতে
চান সবাই। শরীরে নতুন পোশাক জড়িয়ে উপভোগ করতে চান ঈদ আনন্দ। এলক্ষে
সবাই নতুন পোশাক ক্রয় করতে যান বাজারে। মানুষের আনাগোনায় শপিংমলে ও
ফুটপাতে উপচে পড়া ভিড়ে জমে উঠে ঈদ বেচাকেনা।
ধনী ও নি¤œ মধ্যবিত্ত সব পরিবারদের প্রথম ইচ্ছে থাকে পছন্দের কোন মার্কেটে
শপিংমলে গিয়ে তাদের ঈদ বাজার করতে। ইচ্ছে থাকা সত্তে¡ও স্বাদ পূরণ হয় না
অনেকের। ধনী ও মধ্যবিত্তরা উভয় পরিবার শপিংমলে গিয়ে তাদের সাধ্যের মধ্যে ঈদ
পোশাক কিনতে পারলেও এবছর একেবারের তার উল্টো চিত্র। এবছর মূল্য দ্বিগুন হওয়াতে
বিত্তশালীরা পারলেও নি¤œ-মধ্যবিত্তরা শপিংমলে যেতে সাহসই পাচ্ছেন না।যেন
এবছর নাটোরের গুরুদাসপুর উপজেলার নি¤œ মধ্যবিত্তদের ঈদ কেনাকাটায় ভরসার
জায়গা ফুটপাতের দোকানগুলো।
নি¤œ ও মধ্যবিত্ত আয়ের ক্রেতারা জানান,উপজেলার পৌরসদরের চাঁচকৈড় বাজারে
বড় বড় মার্কেটে ও শপিংমলে কাপড়ের দাম অনেক বেশি চায়। সেই সামর্থ্য তাদের
নেই। সে তুলনায় কাপড়ের দাম ফুটপাতের দোকানগুলোতে কম। তাই তারা ঈদ
কেনাকাটা ফুটপাতেই সেরে নিচ্ছেন।
বাজার খোঁজ নিয়ে জানা যায়, মানুষের আয়ের তুলনায় ব্যয় বেড়েছে অনেক। তাই
আয় ব্যয় টানাপোড়েনে বিত্তশালীদের পাশাপাশি নি¤œ-মধ্যবিত্তরা ঝুঁকেছেন
ফুটপাতে। একারণে এবছর ঈদে ক্রেতাদের উপস্থিতি মার্কেটে ও শপিংমলে কম হলেও
ভিড় দেখা যায় ফুটপাতের দোকানগুলোতে। এ সুযোগে ফুটপাতের দোকান
মালিকগুলো তাদের পণ্যের চড়া দাম হাঁকাচ্ছেন।
তবে দোকানিরা দাম বেশি চাইলেও ফিরিয়ে দিয়েছেন না কোন ক্রেতাদের। কেন না
ঈদের বাজারে তাদের পণ্য বিক্রি করতে না পারলেও লোকসান গুনতে হবে,এমন আশংকা
থেকে ক্রেতাদের সাথে দর কষাকষিতে সীমিত লাভেই তাদের পণ্য বিক্রি করে দিচ্ছেন
বলে জানা বিক্রেতাগণ। গুরুদাসপুর উপজেলার পৌরসদরের চাঁচকৈড় বাজার ঘুরে
এমন তথ্য পাওয়া গেছে।
ফুটপাতে দোকানদার আফজাল,শরিফসহ কয়েকজন জানান, এবছর আমাদের
বেচাকেনা ভাল। আমরা অল্প লাভে পণ্য বিক্রি করছি। কোন ক্রেতাদের কাছেই বেশি
দামে পণ্য বিক্রি করছি না। ক্রেতারা দাম বললে,পরে দর কষাকষিতে দাম কাছাকাছি
আসলেই তাদের পণ্য ছেড়ে দিচ্ছেন তারা।
ঈদ কেনাকাটা করতে আসা আফসানা বেগম বলেন,এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে
ঈদ বাজার করতে এসেছি। ইচ্ছে ছিল কোন মার্কেটে গিয়েই সকলের ঈদের জামা
কাপড় কিনে নেব। অথচ সেটা আর হয়ে উঠেনি। চড়া দাম হওয়ায় ছেলের ঈদের
পোশাক কিনতে পারলেও ফুটপাত থেকে মেয়ে দুইটির পোশাক কিনতে হয়েছে।
ফুটপাতে সারি সারি এসব দোকান থেকে পছন্দমতো জামা কাপড় কিনছেন
অনেকে। নি¤œ মধ্যবিত্ত পরিবারের মানুষ ছাড়াও এসব দোকানে ঈদেও জামা কাপড়
কিনতে ভিড় করছেন বিত্তশালী অনেক পরিবার। সার্মথ্য না থাকায় ধনপরিবারের
অনেকে ফুটপাত থেকে নিজে নিচ্ছেন পছন্দের জামা কাপড়,প্রিয়জনকের কিনে
দিচ্ছেন ঈদের পোশাকসহ প্রয়োজনীয় পণ্য।
ফুটপাতের ব্যবসায়ীরা জানান, আগে ঈদে শুধু নি¤œ মধ্যবিত্ত আয়ের মানুষরা
তাদের ঈদ পোশাক কিনতে ফুটপাতে আসত। এবছর সকল আয়ের মানুষের
আনাগোনা বেড়েছে। এতে বেচাকেনা দ্বিগুন হচ্ছে। ফুটপাতে বেচাকেনা বেশি
হওয়াতে তাদের আয় যেমন বেড়েছে,তেমনি সকলের সামর্থ্য অনুয়ায়ী ঈদ
পোশাকের চাহিদা মেটাতে পেরে তারাও অনেক খুশি।