মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করলো পাথুরিয়া যুবসমাজ

গুরুদাসপুরে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করলো পাথুরিয়া যুবসমাজ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুরে খামার পাথুরিয়া গ্রামে ঢাকার কলরব, আলোড়ন ও নবধারা শিল্পীদের অংশগ্রহণে ব্যতিক্রমী ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গুরুদাসপুরের চাপিলা ইউনিয়নের খামার পাথুরিয়া যুবসমাজের উদ্যোগে পাথুরিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এই ইসলাম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে খামার পাথুরিয়া খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার মুহতামিম শিহাব উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আনোয়াার হোসেন।

এসময় তিনি আয়োজক কমির্টিকে এই ধরনের ব্যতিক্রমী ইসলাম ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আমি খুব খুশি হয়েছি এই ধরনে অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করার জন্য। তিনি আরও বলেন, পরবর্তীতে আরও বড় আকারে এই ধরনের অনুষ্ঠান করর জন্য আয়োজক কমির্টিকে উদ্যোগ নেওয়ার কথা। এই ধরনের অনুষ্ঠান করার জন্য আমার যদি কোন সাহায্য সহযোগিতার দরকার হয় তবে আমি আমার সাধ্যমত চেষ্টা করব সহযোগিতার করার জন্য। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে তিনি ঢাকার কলরব,আলোড়ন ও নবধারার শিল্পীদের শ্রুতি মধুর গজল শুনেন।

আরও দেখুন

গুরুদাসপুরে মাদ্ধসঢ়;রাসার বার্ষিক ফলাফল

ঘোষণা ও পুরস্কার বিতরনী সভা নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর ,,,,,,,,,,,,,,,,,,,,গুরুদাসপুরে সাউতুল কুরআন মাদ্ধসঢ়;রাসার বার্ষিক ফলাফল ঘোষণা …