রবিবার , ডিসেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে ইলেক্ট্রিশিয়ানদের সাথে পল্লীবিদ্যুতের মতবিনিময়

গুরুদাসপুরে ইলেক্ট্রিশিয়ানদের সাথে পল্লীবিদ্যুতের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর গুরুদাসপুর জোনাল অফিসে ইলেক্ট্রিশিয়ানদের সাথে মিটার ওয়ারিং বিষয়ে মতবিনিময় সভা করেছেন ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো: আব্দুর রশিদ।

বৃহস্পতিবার বেলা ১১টায় ওই অফিস কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ইলেক্ট্রিশিয়ান সমিতির সভাপতি আব্দুল কাদের, অখিল কুন্ডু, তারেকুল ইসলাম, আব্দুল আলিম প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আলাল শেখ ও চলনবিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম আলী আক্কাছ উপস্থিত ছিলেন। সভায় প্রকৌশলী আব্দুর রশিদ বলেন, মিটার ওয়ারিং নির্ভুলভাবে করতে হবে। ভালমানের গ্রাউন্ডিং রড ও ক্যাবল ব্যবহার করতে গ্রাহকদের উৎসাহিত করতে হবে। এছাড়া পল্লীবিদ্যুতের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়েও সতর্কভাবে কাজ সম্পাদন করার জন্য বিদ্যুৎ কর্মিদের বিশেষভাবে আহ্বান জানান।

আরও দেখুন

পাখি ও বন্যপ্রাণি শিকারের তথ্য দিলেই উপহার! ১১ টি শালিক অবমুক্ত, পাখি রক্ষায় লিফলেট বিতরণ 

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,চলনবিলে পাখি শিকার রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন …