বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে ইঞ্জিনে মাফলার পেঁচিয়ে জেলের মৃত্যু

গুরুদাসপুরে ইঞ্জিনে মাফলার পেঁচিয়ে জেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে নদীতে মাছ ধরতে গিয়ে স্যালো মেশিনের সঙ্গে গলার মাফলার পেঁচিয়ে মহিরুল আকন্দ (৫২) নামের এক জেলে মারা গেছেন। আজ ৪ নভেম্বর শনিবার সকাল ৬টার দিকে উপজেলার মশিন্দা ইউনিয়নের সাহাপুর এলাকার আত্রাই নদীতে এ ঘটনা ঘটে। নিহত মহিরুল ওই এলাকার মৃত-পিয়ার আকন্দের ছেলে।

এলাকাবাসী জানায়, সাহাপুর এলাকার নদীতে স্যালো ইঞ্জিন চালিত নৌকা দিয়ে মাছ শিকার করছিলেন মহিরুল আকন্দ। মাছ শিকারের এক পর্যায় নৌকার ইঞ্জিনের কাছে পৌঁছালে গলায় থাকা মাফলার মেশিনের পাখার সঙ্গে পেঁচিয়ে যায়। পরে নৌকায় থাকা অন্য জেলেরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন জানান, একটি ইউডি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …