নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুরে তিনব্যাপি অনুষ্ঠিত ইউনিয়ন চেয়ারম্যান ও সদস্যগণের জন্য ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ কোর্স এর সমাপনী অনুষ্ঠান হয়েছে।
আজ সকাল ১১টায় পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) আয়োজিত পরিষদ প্রশাসন অবহিতকরণ কোর্স এর সমাপনী অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,নাটোর জেলার স্থানীয় সরকারের উপপরিচালক মোঃ গোলাম রাব্বী,পিএএ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন। এসময় বক্তরা বলেন, দেশের উন্নয়নের ধারা বজায় রাখতে হলে আমাদের সবাইকে স্ব-স্ব অবস্থান থেকে তত্ত¡ ও উপাত্ত দিয়ে সরকারের কাজে সহযোগিতা করতে হবে। তবেই দেশের উন্নয়ন করা সম্ভব,নচেৎ সরকারের একার পক্ষে সব কাজ করা সম্ভব না।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ,মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার,মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নিলুফা ইয়াসমিনসহ প্রমুখ।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …