নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর ভোট পুনরায় গণনার দাবিতে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে মেম্বার প্রার্থী, সমর্থক ও এলাকাবাসী। আজ সকালে উপজেলার বিয়াঘাট ও ধারাবারিষা ইউনিয়নে দুইটি ওয়ার্ডে পৃথক পৃথক ভাবে ওই মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিয়াঘাট ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড এলাকাবাসীর আয়োজিত যোগেন্দ্রনগর-হরদমা সড়কে ওই মানববন্ধনে বক্তব্য রাখেন, সদস্য পদে পরাজিত দুই প্রতিন্দদ্বী সদস্য প্রার্থী আবুল হোসেন ও রজব আলী। এ সময় ভোট কারচুপি, ভোট গণনায় অনিয়ম ও প্রিজাইটিং অফিসারদের যোগসাজশ মনোভাব তুলে ধরে বক্তব্য রাখেন।
অপরদিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী রবিউল করিম (মোরগ) এর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তার প্রাপ্ত ভোট পুনরায় গণনার দাবি তুলেন। পরে বিয়াঘাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে নারী-পুরুষের অংশ গ্রহণে ভোট পুনরায় গণনার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে ইউপি নির্বাচনের ভোট পুনরায় গণনার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
আরও দেখুন
দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে দেশের মানুষকে ভোট দেওয়ার সুয়োগ করে দিন- দুলু
নিজস্ব প্রতিবেদক,……………… বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, …