নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পরাজিত একমেম্বর প্রার্থী রজব আলী তাঁর প্রাপ্ত ভোট পুনঃগননার দাবি জানিয়েছেন। বৃহষ্পতিবার দুপুরে ওই ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত রির্টানিং কর্মকর্তার কাছে লিখিত আবেদনে এই দাবি জানানো হয়।
লিখিত আবেদনের কপি ও ভুক্তভোগী মেম্বার প্রার্থী রজব আলীর দাবি বুধবার অনুষ্ঠিত নির্বাচনে ৭নম্বর ওয়ার্ডে তিনি ফুটবল প্রতিকে এবং প্রতিদ্বন্দ্বি প্রার্থী বেলাল হোসেন ( মোরগ) প্রতিকে নির্বাচন করেন।
ভোট গ্রহন শেষে তিনি ফুটবল প্রতিকে ৪৯৪ ভোট এবং মোরগ প্রতিকে ৪৯৭ ভোট পান। মাত্র ৩ ভোটে পরাজয়ের কারনে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাকে প্রাপ্ত ভোট পুনঃ গননার দাবি জানান প্রার্থী রজব আলী ও তাঁর নিযুক্ত দুইজন এজেন্ট। কিন্তু তাঁদের দাবিকে অগ্রাহ্য করে দ্রুত ফলাফল ঘোষণা করে ভোট গননার কাজ সমাপ্ত করেন প্রিসাইডিং কর্মকর্তা শরিফ বিন আমিন। প্রিসাইডিং কর্মকর্তা শরিফ বিন আমিনের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে বিয়াঘাট ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত রির্টানিং ও উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশিদ আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ আবেদনটি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তার মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
আরও দেখুন
সিংড়ায় সাবেক মেয়রের শামীম আল রাজি’র মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যাপক শামীম …