নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
শোকাবহ আগষ্ট মাস উপলক্ষে নাটোরের গুরুদাসপুরের সকল সরকারি আশ্রয়ণ প্রকল্পে নিজ অর্থায়নে ফলজবৃক্ষ (হাড়িভাঙ্গা) আমগাজ রোপণ কর্মসুচী গ্রহণ করেছেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন।
শনিবার(১৪আগষ্ট) সকালে উপজেলার মশিন্দা ইউনিয়নের একটি আশ্রয়ণে উপকারভোগী ২১টি বাড়ির সামনে ফলজ (হাড়িভাঙ্গা) আমগাছ রোপন করে ওই কর্মসূচীর শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান। এসময় উপস্থিত ছিলেন, গুরুদাসপুর উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আবু রাসেল।
উদ্বোধন শেষে উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি সরকারি আশ্রয়ণ প্রকল্পে উপকারভোগী বাড়ীর সামনে একটি করে ফলজ (হাড়িভাঙ্গা) আমগাছ লাগানো হবে। অসহায় মানুষগুলো ইচ্ছে থাকলেও বাজারের অনেক ফল টাকা দিয়ে কিনতে পারে না। সেই চিন্তা থেকেই আমার এই ক্ষুদ্র প্রয়াস।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …