রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে আশ্রয়ণ প্রকল্পের পরিবারগুলোর মাঝে কোরবানির মাংস বিতরণ

গুরুদাসপুরে আশ্রয়ণ প্রকল্পের পরিবারগুলোর মাঝে কোরবানির মাংস বিতরণ


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
ঈদের তৃতীয় দিনে ও ১৪দিনের কঠোর লকডাউনে প্রথমদিনে নাটোরের গুরুদাসপুরে আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত অসহায় হতদরিদ্র পরিবারগুলোর মাঝে ঈদ শুভেচ্ছা ও কোরবানির মাংস বিতরণ করেছেন উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিয়ার রহমান বাধন। শুক্রবার(২৩জুলাই) দুপুরে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের শিয়ানপাড়ায় সরকারী আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত পরিবারগুলোর মাঝে ওই মাংস বিতরণ করা হয়। উপজেলা ছাত্রলীগ সভাপতি নিজ হাতে বসবাসরত পরিবারগুলোর মাঝে মাংস বিতরণ ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা ছাত্রলীগ এর সভাপতি আতিয়ার রহমান বাধন জানান,“আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার অঙ্গিকার” মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার এই আশ্রয়ণ প্রকল্প। সমাজের অসহায় প্রতিবন্ধি, ভূমিহীন ও গৃহহীন মানুষরা পেয়েছেন এই স্বপের ঠিকানা। ঈদে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পাওয়ার এই পরিবারগুলোতে ঈদ আনন্দ ভাগাভাগি ও প্রতিটি মানুষের মুখে হাসি ফুটাতে আমার এই সামান্য প্রয়াস। তিনি সমাজের বিত্তশালী লোকদের এই অসহায় মানুষদের সহযোগিতায় এগিয়ে আসার অনুরোধ জানান।

আরও দেখুন

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …