বৃহস্পতিবার , জানুয়ারি ২ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে আশ্রয়নের ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ

গুরুদাসপুরে আশ্রয়নের ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক:
মুজিব শতবর্ষ উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে গৃহহীন ও ভূমিহীন মানুষের জন্য নিন্মমানের নির্মাণ সামগ্রী দিয়ে ঘর তৈরীর অভিযোগ পাওয়া গেছে। ওই ঘরগুলোতে সিমেন্ট, বালি, রড, ইট, খোয়া অত্যান্ত নিন্মমানের ছিল বলে জানাগেছে। দ্রুততার সঙ্গে শেষ করার জন্য এ ঘরগুলো তৈরীতে কোন ঠিকাদার নিয়োগ দেওয়া হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ কাজ সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়। তদারকিতে থাকবে প্রধানমন্ত্রীর কার্যালয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বৃ-চাপিলা পশ্চিম বগুড়াপাড়া খাসজমিতে তৈরি করা ঘরগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার কথা রয়েছে। কিন্তু অতিদ্রুত কাজ সম্পন্ন করায় কাজের মান ঠিক থাকছে না বলে দাবি এলাকাবাসীর। আবার ব্যবহৃত হচ্ছে নিম্নমানের ইট। ‘ক’ শ্রেণীভূক্ত এ বাড়ি গুলো দৃষ্টিনন্দন রঙিন টিনের দুই কামরার সেমিপাকা বাড়ি নির্মাণ করা হবে। প্রতিটি ঘরের আয়তন হবে দৈর্ঘ্যে ১৯ ফুট ৬ ইঞ্চি আর প্রস্থে ২২ ফুট ৬ ইঞ্চি। রান্নাঘর ও শৌচাগার থাকবে। প্রতি ১০ ঘরের জন্য একটি নলকূপ। সব মিলিয়ে বাড়িপ্রতি খরচ ২ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা। ইটের সংখ্যা, সিমেন্ট ও বালুর পরিমাণও বলে দেওয়া হয় নকশা মোতাবেক।

নির্দেশিকা অনুসারে সরাসরি ক্রয়পদ্ধতি অনুসরণ করার কথা রয়েছে। কিন্তু বাস্তবে এর সঙ্গে কোন মিল দেখা যায় নাই। প্রকল্পের জন্য একটি কমিটি থাকলে কমিটির সদস্যদের সাথে এ নিয়ে কোন সমন্বয় করা হয় না বলেও অভিযোগ রয়েছে।

আরও দেখুন

লালপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর  

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ভাটা …