নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরের প্রধানমন্ত্রীর গৃহহীনদের দেয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। মঙ্গলবার দুপুর বারোটার দিকে উপজেলার মশিন্দা ইউনিয়নের বামনডাঙ্গা গ্ৰামে প্রতিষ্ঠিত এই আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শনে যান তিনি। পরিদর্শন শেষে সেখানে তিনি ২১জন মহিলার ১৫ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করেন।
এ সময় প্রত্যেক প্রধানমন্ত্রীর উপহার ঘর পাওয়া প্রত্যেক পরিবারের মাঝে খাদ্যসহায়তা প্রদান করা হয়। পরে প্রত্যেকের হাতে লেবু এবং পেয়ারার চারা তুলে দেন জেলা প্রশাসক। খাদ্য সহায়তা প্রদানের পরে শিশুদের জন্য নির্মিত বিনোদনের জন্য বাগান এবং পার্ক পরিদর্শন করেন।
এ সময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেনসহ সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা বৃন্দ।
