বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনে জেলা প্রশাসক

গুরুদাসপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনে জেলা প্রশাসক


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরের প্রধানমন্ত্রীর গৃহহীনদের দেয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। মঙ্গলবার দুপুর বারোটার দিকে উপজেলার মশিন্দা ইউনিয়নের বামনডাঙ্গা গ্ৰামে প্রতিষ্ঠিত এই আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শনে যান তিনি। পরিদর্শন শেষে সেখানে তিনি ২১জন মহিলার ১৫ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করেন।

এ সময় প্রত্যেক প্রধানমন্ত্রীর উপহার ঘর পাওয়া প্রত্যেক পরিবারের মাঝে খাদ্যসহায়তা প্রদান করা হয়। পরে প্রত্যেকের হাতে লেবু এবং পেয়ারার চারা তুলে দেন জেলা প্রশাসক। খাদ্য সহায়তা প্রদানের পরে শিশুদের জন্য নির্মিত বিনোদনের জন্য বাগান এবং পার্ক পরিদর্শন করেন।

এ সময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেনসহ সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা বৃন্দ।

আরও দেখুন

বড়াইগ্রামে দৈনিক ইত্তেফাকের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে দৈনিক ইত্তেফাকের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা …