নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে বহুল আলোচিত আশিক শেখ (২৪) হত্যা মামলার আসামীদের গ্রেফতারসহ ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে এলাকাবাসীর আয়োজনে গুরুদাসপুর থানার মোড় শাপলা চত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। নিহত আশিক উপজেলার পৌরসদরের কাঁচারিপাড়া মহল্লার নজরুল ইসলামের ছেলে।
মানবন্ধনে বক্তব্য রাখেন, নিহত আশিকের বাবা মো. নজরুল ইসলাম, আশিকের চাচা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মো. রেজাউল করিম সবুজ, পৌর সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মো. মাসুদ সরকার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৭ সালের ২০ আগস্ট আশিকের পাওনা টাকা দেওয়ার কথা বলে রাতে ওলি তার নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। অতপর সুকৌশলে ওলি ও তার পরিবারের লোকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায়। দীর্ঘ সময় পালিয়ে থাকার পরে গত ২৩ জুলাই ঢাকার সাভার থেকে ওলিকে গ্রেফতার করে পুলিশ। তবে মামলার অন্য আসামীরা এখনো পালাতক থাকায় তারা গ্রেপ্তার হয়নি। তাই গ্রেফতারকৃত ওলির ফাঁসি ও অন্য আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান বক্তারা।
নাটোরের পিবিআই ইন্সপেক্টর মো. ফরিদুল ইসলাম বলে, প্রধান আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, আশিক হত্যার ঘটনায় নিহত আশিকের বাবা নজরুল শেখ ঘটনার দিন রাতেই গুরুদাসপুর থানায় বাদী হয়ে আশিকুর রহমান ওরফে অলি (২৬) তার বাবা জালাল উদ্দিন মন্ডল (৫৪), মা আলেয়া বেগম (৪৪), বোন জেরিন খাতুন (২০) ও স্ত্রী রিয়া খাতুন (২২) কে আসামী করে মামলা করেন। আসামীরা পলাতক থাকায় দীর্ঘ সময় পরে গত ২৩ জুলাই ওলিকে গ্রেফতার করে পুলিশ। তবে এখনো অন্য আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
আরও দেখুন
নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত করা হয়েছে। এখন হেমন্তকাল। মাঠ …