নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর নাটোরের গুরুদাসপুরে আশিক শেখ এর নৃশংস হত্যার খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ সকাল ১১ টায় উপজেলার সর্বস্তরের জনসাধারণের আয়োজনে শহীদ সামসুজ্জোহা সরকারি অনার্স কলেজের সামনের মেইন রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলার সর্বস্তরের জনসাধারণ ছাড়াও কলেজের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, গুরুদাসপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সবুজ ফকির, শহিদুল শেখ ও নিহত আশিকের বাবা মোঃ নজরুল শেখ।
বক্তরা বলেন, আশিককে ২০১৭ সালের ২০ আগস্ট হত্যা করা হলেও আজ পযর্ন্ত কোন আসামী গ্রেফতার হয়নি। তাই পালিয়ে থাকা আশিকের হত্যাকারী ওলীসহ তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতার করে তাদের ফাঁসি কার্যকর এর দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় প্রশাসন ও সরকারের নিকট জোর দাবি জানান।
উল্লেখ্য, ২০১৭ সালের ২০ইং আগস্ট তারিখে আশিককে কুখ্যাত সন্ত্রাসী ওলী ও তার সহযোগিরা নিজ বাড়ীতে ডেকে নিয়ে খুন করে।