শুক্রবার , এপ্রিল ১১ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে আবু সাইদের স্বপ্নে হানা দিলো ঘাতক আগুন

গুরুদাসপুরে আবু সাইদের স্বপ্নে হানা দিলো ঘাতক আগুন

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরের ধারাবারিষা ইউনিয়নের উদবাড়িয়া গ্রামের আবু সাইদ কবিরাজ (৫০) নামের এক ব্যক্তির সকল স্বপ্ন মুহুর্তের মধ্যে পুড়িয়ে ছাই করে দিয়েছে ঘাতক আগুন। গত শনিবার রাত ১২ টার দিকে জোলার কান্দি মহল্লায় গোয়াল ঘড়ে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এঘটনায় গোয়াল ঘড়ে থাকা দুটি গরু ও তিনটি ছাগল আগুনে পুড়ে দগ্ধ হলে ১টি গরু মারা যায়। এসময় মালিক সাইদ আগুনের লেলিহান শিখায় দগ্ধ হয়ে গুরুদাসপুর মেডিক্যাল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গোয়াল ঘরের কয়েল থেকেই ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

আরও দেখুন

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন দুলু

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বাগাতিপাড়ায় ৫২ বছর বয়সে এবারের চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ইউপি সদস্য …