নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
“কারোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা, নগদ অর্থ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তর।
আজ সকালে যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরের আ¤্রকাননে ওই অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.তমাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,প্রধান অতিথি স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস। এছাড়াও বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন,মহিলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন।
এসময় বক্তরা দেশ উন্নয়নে নারীদের ভূমিকা ও তাদের করনীয় কথা তুলে ধরে বক্তব্য বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ,মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তারসহ প্রমুখ।
পরে উপজেলার বাল্যবিবাহে স্বীকার শ্বশুড়বাড়ী দ্বারা নির্যাতিত এক নারী ও বাল্যবিবাহে প্রতিবাদী স্কুল পড়–য়া তিন নারী শিক্ষার্থীর প্রত্যেককে নগদ দুই হাজার টাকা তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে স্থানীয় লোলিত কলা শিল্পীর গোষ্ঠীর ছোট্ট শিশু শিল্পীরা নৃত্য পরিবেশন করে।
আরও দেখুন
সিংড়ায় সাবেক মেয়রের শামীম আল রাজি’র মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যাপক শামীম …