রবিবার , নভেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / কৃষি / গুরুদাসপুরে আধাপাকা লিচু চড়াদামে বিক্রি

গুরুদাসপুরে আধাপাকা লিচু চড়াদামে বিক্রি


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ

নাটোরের গুরুদাসপুরে বাগানের লিচু এখনও ভাঙতে শুরু করেননি চাষী ও ব্যবসায়ীরা। বিশাল বিশাল লিচু বাগান লাল, হলুদ আর সবুজ রংয়ে ছেয়ে গেছে। যেন লিচুর গায়ে রং লেগেছে। কদিন পরই বিভিন্ন জাতের টসটসে লিচু দেখে মন ভরে যাবে চাষীদের।

জানা গেছে, আর এক সপ্তাহ লাগবে লিচু পাকতে। তার আগেই কিছুসংখ্যক লোক আধাপাকা লিচু স্থানীয় চাঁচকৈড় মোকামে খুচরাভাবে বিক্রি করছেন। রমজান উপলক্ষে এই লিচু বিক্রি হচ্ছে চড়াদামে। বছরের প্রথম মৌসুমী ফল বিত্তবানরা সখের বশে কিনলেও নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে এই রসালো ফল।

দেখা গেছে, উপজেলার মোল্লাবাজার এলাকার শফিকুল ইসলাম মিন্টু ১শ’টির এক বোঝা লিচুর দাম হাঁকছেন ৫শ’-৬শ’ টাকা। চাঁচকৈড় বাজারে বেচতে আনা ওই লিচু কেনার আগ্রহ থাকলেও দাম শুনে ঘুরে যাচ্ছেন অনেকে।

আরও দেখুন

নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …