রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গুরুদাসপুরে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত



নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে আলোচনা সভা, দোয়া ও কেক কাটার মধ্যে দিয়ে বাংলাদেশ আ’লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে উপজেলা ও পৌর আ’লীগ। আজ বিকালে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর আ’লীগের যৌথ আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা আ’লীগ সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি নাটোর জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদুল হক মোহাম্মদ আলী। এছাড়াও বক্তব্য রাখেন, প্রধান বক্তা পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা,উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল বারী, পৌর আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সভাপতি আহাম্মদ আলী মোল্লা, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল সরকার, সাধারণ সম্পাদক রাশেদ, পৌর আ’লীগের সভাপতি তাহের সোনারসহ আ’লীগের নেতৃবৃন্দ।

পরে বিশেষ মোনাজাত শেষে আ’লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। এ সময় উপজেলা ও পৌর আ’লীগের সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …