বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

গুরুদাসপুরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুস। শুক্রবার সকাল ১০টায় উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে এর উদ্বোধন করা হয়।

এসময় উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, পৌর মেয়র শাহনেওয়াজ আলী, ইউএনও তমাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, খাদ্য নিয়ন্ত্রক উম্মেহানী কুলসুম, মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক সামছুল হক শেখ প্রমূখ উপস্থিত ছিলেন।

খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ খান জানান, ৩ হাজার ১০৬ মেট্রিকটন চাল খুচরা ৩৬ টাকা কেজি ও ৭৩০ মেট্রিকটন ধান ২৬ টাকা কেজি দরে আগামী ৩০ আগস্ট পর্যন্ত ক্রয় করা হবে। এই চাল কেনা হবে মিল মালিকদের কাছ থেকে এবং ধান ক্রয় করা হবে নির্বাচিত কৃষকদের কাছ থেকে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …