শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / গুরুদাসপুরে অবৈধ ৯টি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

গুরুদাসপুরে অবৈধ ৯টি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নিবন্ধনহীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসহ স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। সেই নির্দেশনা অনুযায়ী নাটোরের গুরুদাসপুরে গত শনি ও রবিবার দুই দিনের অভিযানে উপজেলার ৯টি অবৈধ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রশাসন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম জানান, গত দুইদিনে উপজেলার আলপনা ক্লিনিক ও হাসপাতাল, আনোয়ার হোসেন চক্ষু হাসপাতালের ওটি বিভাগ, চাঁচকৈড় ডায়াগনস্টিক সেন্টার, ড্যাফোডিল ডায়াগনস্টিক সেন্টার, কাছিকাটা ডায়াগনস্টিক সেন্টার, নয়াবাজার প্রিন্সিপাল আব্দুল বারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, নাজিরপুরের সোহাগ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও নাজিরপুর ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে বৈধ লাইসেন্স ও আইনগত কাগজ না থাকায় সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।

পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …