রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / গুরুদাসপুরে অবৈধ ৯টি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

গুরুদাসপুরে অবৈধ ৯টি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নিবন্ধনহীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসহ স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। সেই নির্দেশনা অনুযায়ী নাটোরের গুরুদাসপুরে গত শনি ও রবিবার দুই দিনের অভিযানে উপজেলার ৯টি অবৈধ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রশাসন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম জানান, গত দুইদিনে উপজেলার আলপনা ক্লিনিক ও হাসপাতাল, আনোয়ার হোসেন চক্ষু হাসপাতালের ওটি বিভাগ, চাঁচকৈড় ডায়াগনস্টিক সেন্টার, ড্যাফোডিল ডায়াগনস্টিক সেন্টার, কাছিকাটা ডায়াগনস্টিক সেন্টার, নয়াবাজার প্রিন্সিপাল আব্দুল বারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, নাজিরপুরের সোহাগ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও নাজিরপুর ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে বৈধ লাইসেন্স ও আইনগত কাগজ না থাকায় সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।

পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …