বৃহস্পতিবার , এপ্রিল ১৭ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে অবৈধ পুকুর খনন বন্ধে রাতে প্রশাসনের অভিযান

গুরুদাসপুরে অবৈধ পুকুর খনন বন্ধে রাতে প্রশাসনের অভিযান


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরের ফসলি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধে এবার রাতে অভিযান চাালিয়েছে উপজেলা প্রশাসন। এই অভিযানে উপজেলার তিন ইউনিয়নের চলমান তিনটি(মাটি খনন যন্ত্র) এক্সোভেটরের ব্যাটারি জব্দ করে নিয়ে আসে প্রশাসন। গত শনিবার রাতে গুরুদাসপুর থানা পুলিশ ফোর্স নিয়ে এই অভিযানের বের হোন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও তমাল হোসেন।

রাত্রি ১১টায় শুরু হয়ে ১টা অবধি পযর্ন্ত চলে সাড়াশি অভিযান। উপজেলার খুবজিপুর, বিয়াঘাট ও নাজিরপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযানে ঘটনাস্থলে কাউকে না পাওয়া গেলে চলমান তিনটি (মাাট খনন যন্ত্র) এক্সোভেটরের ব্যাটারি জব্দ করা হয়।

পরবর্তীতে এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আর এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরও দেখুন

নাটোরে হেরোইন সহ এক নারী আটক

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে হিরোইন সহ মোছাঃ সুবর্না আক্তার সোনিয়া (২৮) নামের এক নারী বাস যাত্রীকে আটক …