রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

গুরুদাসপুরে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে উপজেলা পর্যায়ে আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় পল্লী কল্যাণ শিক্ষা সোসাইটির আয়োজনে ওই অবহিতকরণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেনের সভাপতিত্বে অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার খ.ম জাহাঙ্গীর হোসেন।

বক্তরা “আনুষ্ঠানিক শিক্ষার বাইরে ঝরে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত এবং পদ্ধতিগতভাবে বিন্যস্ত শিক্ষন প্রক্রিয়া যা জীবনব্যাপী শিক্ষা পর্যন্ত বিস্তৃত”এর লক্ষ্যেও কথা তুলে ধরে বক্তব্য রাখেন।

অবহিতকরণ কর্মশালায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …