নিজস্ব প্রতিবেদক:
নাটোর জেলার গুরুদাসপুর ৪নং মশিন্দা ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ মে) বেলা ১১টায় পরিষদের হলরুমে সচিব কিশোরী মোহন পালের সঞ্চালনায় ওই বাজেট সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বারী।
এই অর্থ বছরের উন্মুক্ত বাজেটে রাজস্ব ও উন্নয়ন সম্ভাব্য আয় ৪ কোটি ৫৬ লক্ষ ৯১হাজার ৩শত ৬৩ টাকা ও ব্যয় ৪ কোটি ৫০ লক্ষ ১৫ হাজার ১শত ৬৭ টাকা, এছাড়াও উদ্বৃত্ত ৬ লক্ষ ৭৬ হাজার ১শত ৯৬ টাকা ধরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য বাজেট ঘোষণা করা হয়।
এসময় স্থানীয় গন্যমাণ্য ও রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে মো. মোবারক হোসেন, মো. তাজউদ্দিন আহম্মেদ, মো. আব্দুস সোবহান ও মো. আজাহার আলীসহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, গ্রাম পুলিশ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …