শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গুরুদাসপুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ওই ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য আবু সাঈদ।

শুক্রবার বেলা ১১ টার দিকে ধারাবারিষা ইউনিয়নের বিন্না বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। তিনি আরো জানান, চেয়ারম্যান মতিন তার বিরুদ্ধে ১১ লক্ষ টাকা দাবি করে চেক ডিজঅনারের মামলা দায়ের করে। এই টাকা পরিশোধ না করলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হয়। সেই সাথে স্থানীয় যুবলীগ নেতা বজলুর রহমান এলাকায় ত্রাণ বিতরণ করছে এটা নিয়েও তাকে প্রাণনাশের হুমকি দেন তিনি।

সংবাদ সম্মেলনে বজলুর রহমান এবং আবু সাঈদ দুজনেই তাদের প্রাণ রক্ষার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আকুল আবেদন জানান। সেই সাথে মতিন চেয়ারম্যানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সংবাদ সম্মেলনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …