সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরের গুমানী নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

গুরুদাসপুরের গুমানী নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরদাসপুরে গুমানী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আব্দুল্লাহ আল আমিন নামের ১০ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুহস্পতিবার দুপুরে উপজেলার চাঁচকৈড় ওভার ব্রিজের কাছে এ দুর্ঘঘটনা ঘটে। আব্দুল্লাহ চাঁচকৈড় পুরান পাড়ার মহল্লার ক্ষুদ্র ব্যবসায়ী রিপনের ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও নিহত পরিজন জানায়, আব্দুল্লাহ আল আমিন নামের ঐ শিশুটি সহপাঠীদের সাথে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা নদীতে থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে শিশুটি মারা যায়। শিশুটির স্বজনদের অভিযোগ হাসপাতালে আনার সময় শিশিুটি জীবিত ছিলো। হাসপাতালে অক্সিজেন না থাকায় শিশিুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাদের। এসময় তারা হাসপাতালে তর্কবির্তক ও ভাংচুর চালানোর চেষ্টা করলে ঘটনাস্থলে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে মরদেহ বাড়ীতে নিয়ে আসলে পরিবারের স্বজনদের কান্নায় চারপাশ শোকের ছায়া নেমে আসে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …