নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরের ৩নং খুবজীপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পরিষদের সভাকক্ষে সচিব ইসমাইল হোসেনের সঞ্চালনায় ওই অধিবেশনে সভাপতিত্ব করেন অত্র ইউপি চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম দোলন।
বার্ষিক ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেটে রাজস্ব ও উন্নয়ন সম্ভাব্য আয় ২ কোটি ৮৩ লক্ষ ৪হাজার ৪শত টাকা ও ব্যয় ২ কোটি ৬৮লক্ষ ৯হাজার ২শত ৬৩ টাকা, উদ্বৃত্ত ১৪ লক্ষ ৫ হাজার ১শত ৩৭ টাকা ধরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য বাজেট ঘোষণা করা হয়।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল কুদ্দুস বি.এ, যুগ্ম-সাধারন সম্পাদক লুৎফর রহমান, ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, এলাকার গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরও দেখুন
নাটোরে সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাসদের মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক,,,,,,,, নাটোরে সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাসদের মানববন্ধন এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। …