বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুরের এসিল্যান্ড ও ওসিকে ৭২ ঘন্টার মধ্যে অপসারণের আল্টিমেটাম নান্নু বাহিনীর গ্রেফতার দাবিতে মানববন্ধন

গুরুদাসপুরের এসিল্যান্ড ও ওসিকে ৭২ ঘন্টার মধ্যে অপসারণের আল্টিমেটাম নান্নু বাহিনীর গ্রেফতার দাবিতে মানববন্ধন

 

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:

নাটোরের গুরুদাসপুরের এসিল্যান্ড মেহেদী হাসান সাকিব ও ওসি আব্দুল মতিন এর অপসারণ এবং সমকাল প্রতিনিধি নাজমুল হাসানসহ সাংবাদিকদের ওপর হামলাকারী নান্নু বাহিনীর দ্রত গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে সিংড়া উপজেলার সকল সাংবাদিকবৃন্দ। বৃহস্পতিবার বেলা ১২ টায় সিংড়া উপজেলা চত্বরে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমকালের সিংড়া উপজেলা সংবাদদাতা আব্দুর রশিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সমকালের নাটোর জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু, সিংড়া প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ প্রতিনিধি এমরান আলী রানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি সাইফুল ইসলাম, নয়াদিগন্তের সংবাদদাতা আখতারুজ্জামান, সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানব কন্ঠের প্রতিনিধি সোহরাব হোসেন, ইনকিলাবের সংবাদদাতা আনোয়ার হোসেন আলীরাজ, দেশ রুপান্তরের প্রতিনিধি আবু জাফর সিদ্দিক, আমার সংবাদের প্রতিনিধি খলিল মাহমুদ প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন কালবেলার প্রতিনিধি মাহিদুল ইসলাম মানিক, ৭১ টেলিভিশনের সংবাদদাতা রাজু আহমেদ, গণমুক্তির প্রতিনিধি কুরবান আলী, আবু বকর সিদ্দিক, আলিফ হোসেন, ফজলে রাব্বীসহ সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনে বক্তারা চলনবিলের কৃষি জমির মাটি খেকো ভেকু মালিকদের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, চলনবিলে রাতারাতি পুকুর খননের ফলে কৃষি জমি কমছে এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এছাড়াও পুকুর খননের মাটিতে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক নষ্ট হচ্ছে। আর এই সংবাদ প্রকাশে গুরুদাসপুরের এসিল্যান্ড ও ওসির সামনে অবৈধ পুকুর খননকারী নান্নু বাহিনী সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে হত্যার চেষ্টা করেন। দ্রত এই ন্যাক্কার জনক ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হয়।
উল্লেখ্য ৪ জানুয়ারি গুরুদাসপুরে কৃষি জমিতে পুকুর খননের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সমকাল প্রতিনিধি নাজমুল হাসান সহ কয়েকজন সাংবাদিকের ওপর হামলা চালায় নান্নু বাহিনী।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …