নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত ১১টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের উদবাড়িয়া দাখিল মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদবাড়িয়া দাখিল মাদ্রাসার বারান্দায় অজ্ঞাত পরিচয়ের এক মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। পুলিশ মরদেহের সুরাতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থাসহ মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত আছে বলে জানান ওসি।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …