নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরের খুবজিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের জয়ে দুইদিন রোজা রাখার প্রতিজ্ঞা করা ফাইমার বাড়িতে ইফতার সামগ্রী নিয়ে ইফতার করালেন নবনির্বাচিত চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন।শুক্রবার খবর পেয়ে সন্ধ্যার আগে ইউনিয়নের শ্রীপুর দিয়ারপাড়ার ৬ নম্বর ওয়ার্ডে বসবাসরত ফাইমার বাড়িতে যান নবনির্বাচিত চেয়ারম্যান। সেখানে ফাইমার পরিবারের সদস্যরা তার গলায় ফুলের মালা তুলে দেন।
ইউনিয়নের শ্রীপুর দিয়ারপাড়ার ৬ নম্বর ওয়ার্ডে বসবাসরত মুননুস আলী পেশায় একজন লেবার সরদার। মুননুস আলী এর সহধর্মিনী ফাইমা বেগম। ৫ইং খুবজিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম দোলন জয়লাভ করলে দুই দিন রোজা রাখার নিয়ত করেন। নৌকা প্রতিক প্রাপ্ত মনিরুল ইসলামের জয়ে ফাইমা বেগম দুইদিন রোজা রাখছেন।
এলাকাবাসীর মাধ্যমে এই খবর পেয়ে দুইদিনের শেষ দিনে ফাইমার বাড়ীতে ইফতার সামগ্রী নিয়ে হাজির হোন নবনির্বাচিত চেয়ারম্যান। মাগরিব আযান শেষে ফাইমার হাতে পানি ও ফলমূল তুলে দেন। ইফতারের পরপরই ফাইমারের অন্যান্য সদস্যরা নবনির্বাচিত চেয়ারম্যানের গলায় মালা তুলে দেন।
নবনির্বাচিত চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন বলেন, আমার জন্য ফাইমার এই রোজা রাখার কথা কোন দিন ভুলব না। ফাইমাসহ তার পরিবারের কাছে আমি চিরঋনী হয়ে গেলাম। এই ঋন কোন কিছুই বিনিময়ে শোধ করা নয়।
ফাইমা বেগম বলেন, মনিরুল ইসলাম দোলন চেয়ারম্যান হিসেবে একজন সৎ, জনহৈতষী মানুষ। তিনি বিগত সময়ে চেয়ারম্যান থাকালীন সময়ে আমার এলাকার অনেক গরীব মানুষ উপকৃত হয়েছে। এবারের নির্বাচনে তাকে পরাজিত করতে অনেক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। তাই আমি তার জয়ের ব্যাপারে এই রোজা রাখার নিয়াত করি।