শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / গাভি পালনে বদলেছে গ্রামীণ অর্থনীতি

গাভি পালনে বদলেছে গ্রামীণ অর্থনীতি

নিউজ ডেস্ক:
খুলনার ডুমুরিয়ার প্রত্যন্ত সিংগা টিপনা গ্রামের ৯০ শতাংশ মানুষের পেশা গাভি ও বাছুর পালন। সেই সঙ্গে চলে ষাঁড় মোটাতাজাকরণের কাজ। করোনার প্রভাবে সারা দেশের অর্থনীতিতে বিপর্যয় নামলেও তার ছোঁয়া লাগেনি এ গ্রামে।

গাভি পালন, দুধ ও বাছুর বিক্রি করে জীবন-জীবিকা টিকিয়ে রেখেছেন এখানকার মানুষ। টিপনা গ্রামের তরুণ খামারি এস এম আমানউল্লাহ পড়াশোনা শেষ করে চাকরির পেছনে না ছুটে গাভি লালনপালন শুরু করেছেন। তার আটটি গাভির মধ্যে পাঁচটি দুধ দেয়। প্রতিদিন ১৭-১৮ লিটার দুধ বাজারে বিক্রি করেন। বাকি দুধ দিয়ে ঘি তৈরি করেন। মাস শেষে দুধ বিক্রি করেই তার আয় ২৫-৩০ হাজার টাকা। বললেন, গাভি পালন করে তার মতো গ্রামের অনেকে স্বাবলম্বী হয়েছেন।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …