রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আন্তর্জাতিক / গান বাজানোর অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা

গান বাজানোর অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা

অনুমতি না নিয়ে নির্বাচনী প্রচারে গান ব্যবহারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন ক্যানাডিয়ান-অ্যামেরিকান গায়ক নিল ইয়ং৷ দু’টি গানের জন্য তিন লাখ ডলারের ক্ষতিপূরণ চেয়েছেন এই শিল্পী৷

নিউজ ডেস্ক:
নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে শুরু হয়েছে প্রচারের তোড়জোর৷ সমর্থকদের আকৃষ্ট করতে গতমাসে ওকলাহোমার তুলসা অঞ্চলে বাজানো হয়েছিল নিল ইয়ংয়ের “রকিন ইন দ্য ফ্রি ওয়ার্ল্ড” ও “ডেভিলস সাইডওয়াক” গান দু’টি৷ প্রতিটি গানের জন্য দেড় লাখ ডলার করে মোট তিন লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করে তাই মামলা ঠুকে দিয়েছেন ইয়ং৷

যুক্তরাষ্ট্রে কপিরাইট আইনে, শিল্পীকে সজ্ঞানে তার গান অজ্ঞতা ও ঘৃণা প্রকাশ করা হয় এমন “অ-যুক্তরাষ্ট্রীয়” নির্বাচনী প্রচারের থিমসং হিসেবে ব্যবহারে সম্মতি দিতে নিষেধ করা হয়েছে৷

একারণে গত ৩ জুলাই নিজের ওয়েবসাইটে নিল ইয়ং লিখেছিলেন, ‘‘এই প্রেসিডেন্টের কথা শেষ হওয়ার পরই ‘রকিন ই দ্য ফ্রি ওয়ার্ল্ড’ বাজালে কেমন লাগতে পারে ভাবুন একবার৷ মনে হয় গানটা যেন তারই থিমসং৷ কিন্তু আমি তো এজন্য গানটা লিখিনি৷’’

নিল ইয়ংয়ের মামলার বিষয়ে ট্রাম্প বা তার নির্বাচনি দলের কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি৷






সূত্র: ডিবিসি নিউজ

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …