শনিবার , জানুয়ারি ১১ ২০২৫
নীড় পাতা / জাতীয় / গাজীপুরে দরিদ্রদের চিকিত্সায় নতুন হাসপাতাল

গাজীপুরে দরিদ্রদের চিকিত্সায় নতুন হাসপাতাল


নিউজ ডেস্ক:
দরিদ্রদের চিকিত্সাসেবার লক্ষ্যে মহানগরীর নাওজোর এলাকায় অবস্থিত প্রফেসর সিরাজুল হক জেনারেল হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এস এম আকরাম হোসেন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম এ বারী, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম চৌধুরী ও ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম, ফিরোজ মিয়া, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা ইউনুস, জেলা যুবলীগের সভাপতি এস এম আলতাফ হোসেন এবং হাসপাতালের প্রতিষ্ঠাতা প্রফেসর সিরাজুল হক প্রমুখ। পরে প্রধান অতিথি ফিতা কেটে দশ শয্যাবিশিষ্ট এ হাসপাতালের উদ্বোধন করেন।

আরও দেখুন

গুরুদাসপুরে অগ্নিকান্ডে নিঃস্ব শিক্ষক পরিবারের পাশে ইউএনও

নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের গুরুদাসপুরে অগ্নিকান্ডে বাড়ির আসবাবপত্রসহ সবকিছুপুড়ে নিঃস্ব এক শিক্ষক পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইউএনও …