রবিবার , এপ্রিল ১৩ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / গাজার নিরীহ মানুষকে নৃশংস গণহত্যার প্রতিবাদে নলডাঙ্গায় বিক্ষোভ মিছিল-সমাবেশ

গাজার নিরীহ মানুষকে নৃশংস গণহত্যার প্রতিবাদে নলডাঙ্গায় বিক্ষোভ মিছিল-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন,হাজার হাজার নিরীহ মানুষকে নৃশংস গণহত্যার প্রতিবাদে নাটোরের নলডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৭ এপ্রিল) বেলা বিকাল সাড়ে ৪টায় দিকে নলডাঙ্গার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে নলডাঙ্গা পৌরসভা মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ইসলামী ছাত্রশিবির নাটোর জেলার সভাপতি আফতাব আলী,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কার্যকারী পরিষদের অন্যতম সদস্য ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডঃ মোঃ জিয়াউল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্টার হাফেজ মোঃ আবু তাহা,বাংলাদেশ জামায়াতে ইসলাম নলডাঙ্গা পৌর শাখার আমীর হাফেজ মাওলানা আব্দুল বারী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মোঃ মামুনুর রশিদ মোল্লা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক উজ্জল রহমান,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মালিক রাব্বানী,নলডাঙ্গা উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইফুল ইসলাম,শিবির নেতা আসলাম খানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন,গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন,শিশু ও নারীসহ নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা,হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এসবই এক নির্মম গণহত্যার বাস্তবচিত্র। বিশ্বের বিবেকবান মানুষ আজ গর্জে উঠেছে এ অন্যায়ের বিরুদ্ধে। এসময় ইসরায়েলের সকল পণ্য বয়কটসহ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান বক্তারা। এছারা বেলা ১১ টার দিকে মাদ্রাসার শিক্ষার্থীরা গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন,হাজার হাজার নিরীহ মানুষকে নৃশংস গণহত্যার প্রতিবাদে নলডাঙ্গায় বিক্ষোভ মিছিল করে।

আরও দেখুন

নাটোরে মাদ্রাসা থেকে শিক্ষার্থী মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে মাদ্রাসার একটি কক্ষ থেকে মক্তব বিভাগের শিক্ষার্থী সিয়াম হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *