সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গভীর রাতে শ্রমিকদের খাবার খাওয়ালেন সিংড়ার ওসি

গভীর রাতে শ্রমিকদের খাবার খাওয়ালেন সিংড়ার ওসি

নিজস্ব প্রতিবেদক, সিংড়া
শ্রমিক ও গরীব রিক্সা-ভ্যানচালকের গভীর রাতে খাবার খাওয়ালেন নাটোরের সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম। মঙ্গলবার গভীর রাতে তিনি খাবার বিতরণ করেন।
থানার উপ-পরিদর্শক নুরে আলম জানান, স্যার (ওসি মনিরুল ইসলাম) মাঝে মাঝে অফিসার ফোর্সদের জন্য রাতে খাবারের ব্যবস্থা করেন। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতেও খাবারের ব্যবস্থা করেন তিনি। রাতে সকলের খাওয়া শেষে তিনি অবশিষ্ট খাবার নিয়ে রাত ১টার দিকে সিংড়া বাসষ্ট্যান্ডে আসেন। সেখানে তিনি শ্রমিক, রিক্সা ও ভ্যান চালকদের মাঝে খাবার বিতরণ করেন। তারা ওসির দেয়া খাবার পেয়ে খুবই আনন্দ উপভোগ করেছে।

এ বিষয়ে সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, কিছু খাবার নিয়ে রাতে বাসষ্ট্যান্ডে এসে শ্রমিক ও গরীবদের মাঝে বিতরণ করেছি। এসব কাজে আমি তৃপ্তি পাই। তিনি আজীবন এমন মহৎ কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *