শুক্রবার , এপ্রিল ১১ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / গভীর রাতে বাল্যবিবাহ বন্ধ করে দিলেন ম্যাজিস্ট্রেট

গভীর রাতে বাল্যবিবাহ বন্ধ করে দিলেন ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে গভীর রাতে বাল্যবিবাহ বন্ধ করে দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম। জানা গেছে, সোমবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের ভরমাঝগ্রামের সাইদুল ইসলাম তার নিজ বাড়িতে ১৭ বছর বয়সি ভাগ্নিকে বাল্যবিবাহ দেওয়ার প্রস্তুতি নেয়। সেখানে বর আসার আগেই সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম বিষয়টি জানতে পেরে বিয়ে বাড়িতে উপস্থিত হন। এরপর তিনি বাল্যবিবাহ বন্ধ করে দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কনের মামাকে ২ হাজার টাকা অর্থদন্ড করেন। সেই সাথে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ১৮ বছরের পূর্বে এই কনের বিবাহ দিবে না মর্মে অভিভাবকের নিকট থেকে একটি মুচলেকা গ্রহণ করা হয়। পরে তিনি সবাইকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে ধারণা দেন।

এ তথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম।

আরও দেখুন

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন দুলু

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বাগাতিপাড়ায় ৫২ বছর বয়সে এবারের চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ইউপি সদস্য …