নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
মহামারি করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পরিবারের মাঝে গভীর রাতে খাদ্যসামগ্রী নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন নাটোরের সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস। রাতে তিনি নিজেই গাড়ি চালিয়ে এসব খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। প্রতিদিন রাত হলেই পৌরসভার বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী নিয়ে মেয়রকে গাড়ি চালানো অবস্থায় দেখা যায়।
এছাড়াও মে দিবস উপলক্ষে কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তিনি। সিংড়া পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার জানান, প্রতিদিন গভীর রাতে জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশে করোনা (কোভিড-১৯) ভাইরাস এর ঝুঁকি নিয়েও অসহায় ও মধ্যবিত্ত মানুষের বাড়িতে বাড়িতে মানবিক সহায়তা নিয়ে যাচ্ছেন সিংড়া পৌরসভার মেয়র। তার এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান যুবলীগের এ নেতা।
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …