শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে নাটোরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে নাটোরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:  গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে নাটোর কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড়ে স্বাধীনতা চত্ত্বরে গিয়ে শেষ হয়। সেখারে তারা এক সমাবেশ করে। এসময় উপস্থিত ছিলেন, সমন্বয়ক শেখ ওবায়দুল্লাহ, হাসিবুর রহমান মুন্না, নাফিস ফুয়াদ সাদ, শিশির মাহমুদ সহ শিক্ষার্থীরা। সমাবেশে বক্তারা বলেন, বৈষম্য বিরোধি আন্দোলনের সময় তৎকালিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরীহ নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়ে হত্যা করেছেন। সে সময় তিনি সাধারণ জনতাকে নির্বিচারে হত্যা করেছেন। এ হত্যা কান্ডের দায়ে শেখ হাসিনাকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান শিক্ষার্থীরা।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …