বৃহস্পতিবার , জানুয়ারি ২ ২০২৫
নীড় পাতা / জাতীয় / গণটিকা সফল করতে ১২০ নার্সকে সংযুক্তি

গণটিকা সফল করতে ১২০ নার্সকে সংযুক্তি

নিউজ ডেস্ক:
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারঘোষিত আসন্ন গণটিকা (একদিন এক কোটি) কার্যক্রম সফল করতে ১২০ জন নার্সকে ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলায় সংযুক্তির আদেশ দিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) অধিদপ্তরের পরিচালক (শিক্ষা-শৃঙ্খলা ও ভারপ্রাপ্ত মহাপরিচালক) মো. রশীদুল মান্নাফ কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য কোভিড-১৯ গণটিকা (১ দিন ১ কোটি) কার্যক্রম সফল করতে নিম্নবর্ণিত সিনিয়র স্টাফ নার্সদের বর্তমান কর্মস্থল থেকে তাদের নামের পাশে বর্ণিত হাসপাতাল/স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত নিম্নোক্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে সংযুক্তি প্রদান করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলমান কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণকল্পে মোট জনসংখ্যার ৭০ শতাংশ জনগোষ্ঠীকে ১ম ডোজের আওতায় আনতে আগামী ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘একদিনে এক কোটি কোভিড-১৯ টিকাদান কার্যক্রম’। এ বিশেষ কার্যক্রমের মাধ্যমে সরকার দেশের সবাইকে ১ম ডোজ কোভিড-১৯ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। পরবর্তীতে দ্বিতীয় ও বুস্টার ডোজ প্রদান কার্যক্রমও জোরদার করা হবে।

এ কার্যক্রমের আওতায় জনসাধারণের টিকা গ্রহণ সহজতর করতে নিবন্ধিত/অনিবন্ধিত সবাই ১ম ডোজ টিকা গ্রহণ করতে পারবেন। সরকার আগামী ২৬ ফেব্রুয়ারি সারা দেশে অতিরিক্ত অস্থায়ী কেন্দ্র স্থাপনের মাধ্যমে টিকা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছে।

আরও দেখুন

লালপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর  

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ভাটা …