নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খুলে দেয়া হয়েছে। জরুরী সেবা ও রোগী ভর্তি শুরু হয়েছে। মঙ্গলবার থেকে লকডাউন খু্লে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে বহি:বিভাগের কার্যক্রম ও শুরু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে করোনাভাইরাস আক্রান্ত ৪ জন অনেকটা সুস্থ বলে জানা গেছে। পুনরায় নমুনা সংগ্রহের পর রেজাল্ট নেগেটিভ আসলে তাদের বাড়ি লকডাউন খুলে দিবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আমিনুল ইসলাম জানান, জনস্বার্থে হাসপাতাল লকডাউন করা হয়েছিলো। ১৪ দিন কারেন্টাইন থেকে যাদের কোনো উপসর্গ নাই, তাদের দ্বারা হাসপাতাল চালু করা হয়েছে। ইতোমধ্য ৯০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রেজাল্ট আসেনি। তবে জনস্বার্থে হাসপাতাল খুলে দেয়া হলো।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …