বৃহস্পতিবার , এপ্রিল ৩ ২০২৫
নীড় পাতা / দক্ষিণবঙ্গ / খুলনা / খুলনা বাইপাস সড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দূঘর্টনা কবলিত

খুলনা বাইপাস সড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দূঘর্টনা কবলিত

নিজস্ব প্রতিবেদক, খুলনাঃ
খুলনা নগরীর আড়ংঘাটা থানাধীন খুলনা যশোর বাইপাস সড়কের লতার মোড়ের নিকটে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দূঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার দিনগত রাত সাড়ে ১১টায় দৌলতপুর পাবলা দফাদারপাড়ার চানাচুর ব্যবসায়ী শাহাদাত হোসেন (৩৭) তিন বন্ধুসহ খুলনা বাইপাস সড়ক দিয়ে নওয়াপাড়া যাচ্ছিল। পথে আড়ংঘাটা লতার মোড়ের নিকটে প্রিমিও ঢাকা মেট্টো-গ ৩৭-৮৫৮১ প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে গাড়ীটি দুমড়ে মুচরে শাহাদাত হোসেনের মাথায় আঘাত পান। আড়ংঘাটা থানা পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল (খুমেক) জরুরী বিভাগে ভর্তি করে। শুক্রবার রাতে জরুরি ভিত্তিতে মাথার অপারেশন করা হয়। তিনি এখন সুস্থ আছেন।

আরও দেখুন

নাটোরে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভ্যানচালক প্রতিবেশি দাদার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের এসএসসি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক প্রতিবেশি দাদা ভ্যান …