রবিবার , ডিসেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জাতীয় / খুলনায় প্রশ্নফাঁস চক্রের সদস্য আটক

খুলনায় প্রশ্নফাঁস চক্রের সদস্য আটক

খুলনায় মো. সাইমন ইসলাম নামে ভুয়া প্রশ্নফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব। রোববার রাতে নগরীর খানজাহান আলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৬, সিপিএসসি খুলনার কমান্ডার মেজর আনিস ও এএসপি তোফাজ্জল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে খানজাহান আলী এলাকায় অভিযান চালিয়ে সাইমনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ফেসবুক পোস্ট ও মেসেঞ্জার কথোপকথনের স্ক্রিনশট, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আটক সাইমন বিভিন্ন ভুয়া ফেসবুক প্রোফাইলের মাধ্যমে এসএসসি প্রশ্ন বিক্রি ও বিভিন্ন বোর্ড পরীক্ষার ফলাফল পরিবর্তনের জন্য মেসেঞ্জার এবং বিভিন্ন পেজে বিজ্ঞাপন দিয়েছেন। সে অনুযায়ী তিনি বিকাশের মাধ্যমে বিভিন্ন পরীক্ষার্থীর কাছ থেকে টাকা নিতেন।

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …