রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / দক্ষিণবঙ্গ / খুলনা / খুলনায় সড়ক দুর্ঘটনায় ব্রাক কর্মকর্তা নিহত

খুলনায় সড়ক দুর্ঘটনায় ব্রাক কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিবেদক, খুলনাঃ
খুলার রূপসায় সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম (৪০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১ টায় খান জাহান আলী সেতু (রূপসা ব্রিজ) সড়কের জাবুসা মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রবিউল ইসলাম সাতক্ষীরা জেলার আশাশুনি থানার মকবুল শেখের ছেলে। তিনি এনজিও ব্রাকের শরীয়তপুর শাখার একজন কর্মকর্তা।

কাটাখালি হাইওয়ে থানার ওসি রবিউস ইসলাম বলেন, যানবহন বন্ধ থাাকায় তিনি ভ্যানে করে ভেঙ্গে ভেঙ্গে সাতক্ষীরা থেকে শরীয়তপুর যাওয়ার চেষ্টা করছিলেন। রুপসা সেতু সড়কের জাবুসা মোড় এলাাকয় একটি ভ্যানের সাথে একটি গ্যাস ভর্তি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। রবিউল ইসলাম ওই ভ্যানের যাত্রী ছিলেন। সংঘর্ষের পর তিনি ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। এতেই তিনি ঘটনাস্থলে মারা যান। ঘাতক ট্রাকটিকে আটক ও মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …