সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / খুনি অপশক্তিকে আর কোনভাবেই কোন জায়গা ছেড়ে দেওয়ার সুযোগ নেই- এদেশে আর যাই হোক কোন স্বাধীনতা বিরোধী থাকবে না

খুনি অপশক্তিকে আর কোনভাবেই কোন জায়গা ছেড়ে দেওয়ার সুযোগ নেই- এদেশে আর যাই হোক কোন স্বাধীনতা বিরোধী থাকবে না

  নিজস্ব প্রতিবেদক, নাটোর: 

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, “জনসম্পৃক্ততা যাদের নেই ,যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাষ করে না,যারা যুদ্ধাপরাধীদের দোসর,যারা যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে বিচারের দিন হরতাল পালন ডেকেছেন,যারা পার্বত্য শান্তি চুক্তির দিনেও হরতাল ডেকেছে ,শান্তি চুক্তি ভুন্ডল করতে চেয়েছে। সেই খুনি অপশক্তিকে আর কোনভাবেই কোন জায়গা ছেড়ে দেওয়ার সুযোগ নেই। এদেশে আর যাই হোক কোন স্বাধীনতা বিরোধী থাকবে না। ” তিনি আজ মঙ্গলবার দুপুরে শহরের আলাইপুরস্থ অনিমা চৌধুরী অডিটোরিয়ামে মহান বিজয় দিবস উদ্যাপনের অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মশিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, শফিকুল ইসলাম শিমুল, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থপতি ও প্রো ভাইস চ্যান্সেলর ড. নিজাম উদ্দিন আহমেদ সহ কর্মকর্তাবৃন্দ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী সদর উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …