সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / খাদ্য সহায়তা নিয়ে মানুষের দ্বারে দ্বারে নাটোরের পৌর মেয়র

খাদ্য সহায়তা নিয়ে মানুষের দ্বারে দ্বারে নাটোরের পৌর মেয়র

নিজস্ব প্রতিবেদকঃ
খাদ্য সহায়তা নিয়ে মানুষের দ্বারে দ্বারে নাটোরের পৌর মেয়র উমা চৌধুরী জলি। রবিবার সন্ধ্যার পরে তিন নম্বর ওয়ার্ডে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সাময়িক আয় রোজগারহীন মানুষের মাঝে তুলে দেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত খাদ্যসামগ্রী সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের পরামর্শ মোতাবেক পৌরসভার ৯টি ওয়ার্ডে বিতরণ করা হবে। ৩নং ওয়ার্ডে খাদ্যসামগ্রীর মধ্যে ৫ কেজি চাল, হাফ কেজি ডাল ও হাফ কেজি আলু বিতরণ করা হয়। ৩ নং ওয়ার্ডে ১৬৫ জনের মাঝে এই খাদ্য সহায়তা দেয়া হয়। পর্যায়ক্রমে সকল ওয়ার্ডে এই সহায়তা প্রদান করা হবে। এ নিয়ে পৌরসভায় অথবা কোন ব্যক্তি প্রতিষ্ঠান কাছে যাওয়ার প্রয়োজন নেই। পৌর মেয়র জানান, বাইরে বের হয়ে শৃঙ্খলা ভঙ্গ করার দরকার নেই। আমি নিজে বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্য সহায়তা পৌঁছে দেব। এ সময় তার সঙ্গে ছিলেন ওয়ার্ড কাউন্সিলর নান্নু শেখ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …